প্রশ্ন উত্তর এর অনন্য মাধ্যম সার্চ এভরিথিং এর আত্মপ্রকাশ।

আইন আদালত

দিগন্তের আলো ডেস্ক ঃ-
“অনুসন্ধান করুন, জানুন এবং জানান” এই স্লোগান নিয়ে বাংলা ভাষাবাসীদের জন্য বাংলায় আত্মপ্রকাশ হলো প্রশ্ন উত্তর এর প্লাটফর্ম সার্চ এভরিথিং। ফ্লাটফর্মটি ব্যবহার করে মানুষের কৌতূহল রয়েছে এমন বিষয়ে যেমন জিজ্ঞাসা করতে পারে, ঠিক একইভাবে নিজের জানাটাকে অন্যজনকে জানিয়ে সহায়তা করতে পারে যে কেও। বর্তমানে ফ্লাটফর্মটির সদস্য সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ তার কৌতূহল মেটাতে একে অন্যের সহায়তা নিচ্ছে। নিবন্ধন এবং অন্যান্য কার্যক্রম এর জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট িি.িংবধৎপযবাবৎুঃযরহম.হবঃ

ফ্লাটফর্মটি প্রতিষ্ঠা সম্পর্কে এর প্রতিষ্ঠাতা এম.এ মিঠু বলেন, আমরা একত্রিত করে থাকি বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষজনদের, যাতে একে অন্যের থেকে সহজেই ভালো কিছু জানতে এবং জানাতে পারেন। জানা এবং জানানোর মাধ্যমে জ্ঞানকে সমৃদ্ধ করার লক্ষ্যে সার্চ এভরিথিং প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা আশারাখি জ্ঞান সমৃদ্ধির এই অগ্রযাত্রায় সকলেই সামিল হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *