সন্ত্রাসী হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

রায়পুর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে একদল মাদকাসক্ত যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর গ্রিন রোডের নিউ লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আশরাফুল ইসলাম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি রাতে উত্তর চরবংশী গ্রামের ডালি কান্দি এলাকায় সিকদার বাড়ির পূর্ব পাশের বিলে নাহিদ বেপারী ও শাহিন বেপারীসহ মামলার অভিযুক্তরা আশরাফুলের ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাঁকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় তারা।

খবর পেয়ে স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে প্রথমে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এ ঘটনায় ১৬ জানুয়ারি আশরাফুলের বাবা আজিজুল হক বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৬ জনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে শাহিন বেপারীকে গ্রেপ্তার করে।

মামলার অন্য অভিযুক্তরা হলেন নাহিদ বেপারী, হাবিব বেপারী, সুফিয়ান বেপারী, নজু বেপারী, শাকিল বেপারী, সোহাগ বেপারী, মোক্তার পাটওয়ারী, শাকিল পাইক, রাকিব পাইক ও শামিম। তাঁরা সবাই উত্তর চরবংশী ও আশপাশ এলাকার বাসিন্দা।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার কিছুদিন আগে শাহিন বেপারীসহ তিনজনকে মাদকসহ গোয়েন্দা পুলিশ আটক করে। শাহিন ধারণা করে, আশরাফুল পুলিশকে তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিয়েছেন। পরে জামিনে মুক্ত হয়ে সে সহযোগীদের নিয়ে আশরাফুলের ওপর হামলা চালায়।

আশরাফুলের চাচাতো ভাই ফারহান খান নাদিম বলেন, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত লোকজন দলবদ্ধ হয়ে আশরাফুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে। লাইফ সাপোর্টেই তাঁর মৃত্যু হয়।

হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বলেন, গ্রেপ্তার শাহিনসহ অভিযুক্তরা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। আশরাফুল তথ্য দিয়েছে সন্দেহে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *