দিগন্তের আলো ডেস্ক:-
লক্ষীপুর জেলার ৪ টি সংসদীয় আসনের মধ্যে ৩ টি সংসদীয় আসনের ৬ জনের মনোনয়নপত্র বাতিল ও ৩ জনের মনোনয়ন সাময়িক স্থগিত রাখার আদেশ দিয়েছে রির্টানিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান।
লক্ষ্মীপুর-১ আসনের মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম, স্বতন্ত্র এম এ গোফরান, লক্ষ্মীপুর-২ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনের জেএসডি প্রার্থী হারুন অর রশিদের মনোনয়নপত্র ত্রুটি থাকায় বাতিল করা হয়। এসময় লক্ষ্মীপুর-১ আসনের ইসলামিক আন্দোলন বাংলাদেশ প্রার্থী জাকির হোসেন, একই দলের লক্ষ্মীপুর-২ আসনের হেলাল মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনের এনসিপি প্রার্থী সেলিম মাহমুদ ও এনপিপি প্রার্থী সামছুদ্দিনের মনোয়নপত্র সাময়িক স্থগিত রাখার নির্দেশ দেয় রির্টানিং কর্মকর্তা।