নেতাকে বরণ করতে লক্ষ্মীপুর থেকে ঢাকায় যাবেন ৩০ হাজার বিএনপি নেতাকর্মী

লক্ষ্মীপুর সদর

দিগন্তের আলো ডেস্ক :-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে লক্ষ্মীপুর থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। ইতোমধ্যে নিজ উদ্যোগে অনেকেই ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির নেতাকর্মীদের বাইরে অন্তত আরও ১০ হাজার সাধারণ মানুষ তারেক রহমানকে একবারের জন্য দেখতে ঢাকায় যাচ্ছেন।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে শতাধিক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। তবে বিপুলসংখ্যক তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন এবং অনেকেই রওনা হয়েছেন।

সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে তারেক রহমান দেশ থেকে নির্বাসিত হন। তার ভাই আরাফাত রহমান কোকো মারা গেলেও তিনি তাকে কবর দেওয়ার সময় দেশে আসতে পারেননি। তার মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকলেও তাকে দেখতেও তিনি আসতে পারেননি। এখন তারেক রহমান দেশে ফিরছেন। প্রথমে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা খালেদা জিয়াকে দেখবেন। লক্ষ্মীপুরে বিএনপি রাজনৈতিকভাবে সরাসরি জড়িত না থাকলেও এখানে লাখো সমর্থক রয়েছেন। তাদের অনেকেই ইতোমধ্যে ঢাকায় গেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তাদের সংখ্যাও ১০ হাজারের কম হবে না বলে তাদের দাবি।

সদর (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দোলাওয়ার হোসেন ভূঁইয়া বাবু বলেন, আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান দেশে আসছেন। আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে তারেক রহমানকে কাছ থেকে দেখার অপেক্ষায় আছি।

রায়পুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা বলেন, রায়পুর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজ উদ্যোগেই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আমাদের মধ্যে ঈদের আমেজ বিরাজ করছে। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সবাই ঢাকায় যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন বলেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ঢাকায় গিয়ে তারেক রহমানকে স্বাগত জানাবেন। আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ ফেরদৌস মানিক বলেন, তারেক রহমানকে এক নজর দেখার বা তার বক্তব্য শোনার জন্য লক্ষ্মীপুর থেকে সবাই যার যার মতো করেই ঢাকায় যাচ্ছেন। এ বিষয়ে দলের কোনো সিদ্ধান্তেরও প্রয়োজন হচ্ছে না।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, দীর্ঘ দেড় যুগ পর তারেক রহমান দেশে ফিরছেন। তার আগমনে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা আনন্দিত ও উচ্ছ্বসিত। সবার মনে প্রবল আগ্রহ ঢাকায় গিয়ে স্বচক্ষে প্রিয় নেতাকে দেখার। ইতোমধ্যে আমাদের বহু নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। জেলার চারটি নির্বাচনী এলাকা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত হবেন। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি রয়েছে এবং পর্যাপ্ত পরিবহন ব্যবস্থাও রাখা হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও নিজেদের উদ্যোগে গাড়ির ব্যবস্থা করে ঢাকায় যাচ্ছেন। জেলা বিএনপির নির্দেশনার জন্য তারা কেউ অপেক্ষা করছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *