বিএনপির ২২ নেতাকর্মীর উপর হামলা ও, ৩ অফিস ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামগতি

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির তিনটি অফিস ভাঙচুর, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সাবেক এমপি আশরাফ উদ্দিনের ছবি, ব্যানার, ফেস্টুন ভাঙচুর ও দলের ২২ নেতাকর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর আহমেদ জুয়েল বলেন, সোমবার সন্ধ্যায় আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা চলছিল জেএসডির। এসময় আওয়ামী লীগ সহ সভাপতি সোহেলের কয়েকশ অনুসারী ও ভাড়া করা জলদস্যুরা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশস্থলে রওয়ানা দেয়। পথে সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের বাড়ির কাছাকাছি রামদয়াল বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ওই বাজারের কয়েকটি দোকান ও বিএনপির তিনটি দলীয় অফিস ভাঙচুর করে এবং একই সময়ে সৈয়দ মৌলভীরহাট বাজারের একটি কার্যালয়ে হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র তছনছসহ বিএনপির ২২ নেতাকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় হামলাকারীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজামের ছবি, পোস্টার, ব্যানার ভাঙচুর করে।

এ ঘটনায় আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নোয়াখালী জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দোসর সোহেলকে দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আল আমিন, বিএনপি নেতা দিদার হোসেন খন্দকার, চরআলগী ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর আহমদ জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ মোহাম্মদ শিব্বির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, যুগ্ম আহ্বায়ক পারভেজ খান।

অভিযুক্ত সোহেল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *