দিগন্তের আলো ডেস্ক :-
শিক্ষার পথে ফেরো, রাত ৯টার পর আড্ডাবাজি বন্ধ করো
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম আজ শহরের ছাত্র সমাজ ও অভিভাবকদের উদ্দেশ্যে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, সন্ধ্যার পর শহরের গুরুত্বপূর্ণ স্পটে ছাত্রছাত্রীরা আড্ডায় মগ্ন হয়ে পড়াশোনার প্রতি মনোযোগ হারাচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
শহরে কিশোর গ্যাং, মাদক সেবন, ইভটিজিং, অবৈধ বাইক রাইডিংসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে তিনি ছাত্রদের অনুরোধ জানিয়েছেন, রাত ৯টার পর অপ্রয়োজনে আড্ডা বন্ধ করে নিজের স্বপ্ন ও লক্ষ্য অর্জনে মনোনিবেশ করার জন্য।
অভিভাবকদের প্রতিও তিনি বিশেষ আহবান জানিয়েছেন সন্তান কোথায় যাচ্ছে এবং কী করছে তা খেয়াল রাখুন। রাত ৯টার পর অযথা বাইরে যেতে না দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন।
হাসান মাহমুদ ইব্রাহীম বলেন, শিক্ষা ও শৃঙ্খলা আমাদের ভবিষ্যতের মূল চাবিকাঠি। সবাই মিলে একটি নিরাপদ, সচেতন ও শিক্ষিত লক্ষ্মীপুর গড়তে হলে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করতে হবে।