দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার এলাকার মনু মিয়া আমিন বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে।
নিহত রাহাত রায়পুর উপজেলার খাসেরহাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তবে মা মারা যাওয়ার পর থেকেই তিনি নানাবাড়ি চর রুহিতার মজিব কন্ট্রাক্টর বাড়িতে থাকতেন। নানা সৈয়দ উজ্জামান ও নানি আলেয়া বেগমের কাছে বড় হয়েছেন তিনি।
নিহতের মামি রিক্তা আক্তার রিপা বলেন, সকাল ৯টার দিকে সে কাজে বের হয়। প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল। দুপুর পৌনে ১টার দিকে হঠাৎ বাজারের সাদ্দাম ফোন করে জানায়, রাহাত মারা গেছে। ছুটে গিয়ে দেখি, নির্মাণাধীন ভবনের পুকুরে ভেসে আছে তার নিথর দেহ।
তিনি আরও বলেন, আমরা কিছুই বুঝতে পারছি না। সে সাঁতার জানত, পানিতে পড়ে যাওয়ার প্রশ্নই আসে না। আমরা এই মৃত্যুর সঠিক তদন্ত চাই।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক। তিনি বলেন, “দখবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠাই। কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি দেখা দিয়েছে রহস্য ও উৎকণ্ঠা। অনেকেই বলছেন, এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো অন্য ঘটনা আছে তা বেরিয়ে আসুক সঠিক তদন্তে।