দিগন্তের আলো ডেস্ক :-
গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১০জন ও নোয়াখালীর ১জন জেলে নিখোঁজ হয়েছেন বলে জানান তাদের পরিবার। এদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন, মজিদ মাঝি(৫৫), মো.সিরাজ মাঝি (৫০), মো.সোলেমান মহাজন (৩৪), মো.ইব্রাহিম(৩০)।
নিখোঁজ সবাই উপজেলার পাটোয়ারীর হাট ও চর ফলকনের স্থায়ী বাসিন্দা। বাকীদের তথ্য এখনো জানা যায়নি।
ট্রলারের মালিক মো.হানিফ মাঝি জানান, গত পরশু সকালে ট্রলার নিয়ে এরা ১১জন মাঝি ও মহাজনসহ সাগরের উদ্দেশ্য মাছ শিকারে যায়। তারা ধারণা করছেন পথে সন্ধীপের পশ্চিমে ডেংগার চরের ট্রলারসহ এদের জলদস্যুরা অপহরণ করেন। এবং গতকাল রাতে তার ভাই অপহরণকৃত সোলেমান এর ফোন থেকে ১লাখ ২০হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা দিতে ফোনে একাধিক বার যোগাযোগ করেও তাদের হদিস পাওয়া যাচ্ছে না। তারা কি জীবিত..! না কি মৃত..! বুঝতে পারছি না।
এ বিষয়ে হাতিয়ার নৌ-পুলিশ জানান, এমন কোন ঘটনার অভিযোগ তারা পাননি। তবে অভিযোগ পেলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া তারা নিয়মিত নৌ-পথে জেলেদের নিরাপত্তার নজর রাখছেন।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলামম বলেন, গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ১১জন জেলে নিখোঁজ হয়েছে এমন কোন তথ্য জানা নেই। তবে খোঁজ নিয়ে জানা যেতে পারে।