দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রামগঞ্জ উপজেলার আঙ্গরপাড়া ওয়াবদামোড় চৌধুরীবাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ভূমির উপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ।
জানা গেছে, রামগঞ্জ উপজেলার আঙ্গরপাড়া ওয়াবদামোড় চৌধুরীবাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ভূমির উপর ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে দূষণ হচ্ছে খালের পরিবেশ। এছাড়া খাল দখল করে গড়ে ওঠা স্থাপনার জন্য পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তা সরায়নি। এজন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা ৯৪ টি দোকানঘর। এতে সরকারি ৭৯ শতাংশ জমি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩.৫ কোটি টাকা।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার(ভূমি) উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করেন।
জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।