দিগন্তের আলো ডেস্ক :-
কাতারের ছানায়া শহরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক প্রবাসী যুবক। নিহতের নাম ইকবাল হোসেন (৩৫), তিনি রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী এলাকার আবুল খায়েরের ছেলে।
নিহতের ভাই ইমাম হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তারা দেশে বসে খবর পেয়েছেন—ইকবাল তার কর্মস্থলের রুমের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন বেশ কয়েক বছর ধরে কাতারে কর্মরত ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কাতারে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে নিহতের পরিবার।