সভাপতি হুমায়ুন সম্পাদক লিংকন

লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক:-

লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। হুমায়ুন সাবেক কমিটির সদস্য সচিব ও লিংকন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে দপ্তরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট কমিটির (আংশিক) অনুমোদন দিয়েছেন। এ ছাড়া আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা প্রদান করেন।

এ ব্যাপারে নতুন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, কেন্দ্র থেকে নতুন করে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে।

 

২০২২ সালের ৯ জুন রেজাউল করিম লিটন আহ্বায়ক, লিংকনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হুমায়ুনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। গত ৩ জুন যুবদলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ চেয়ে লিটন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চিঠি দেন। ১৭ জুন কেন্দ্রীয় কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *