জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীতে চারটি বাঁধ উচ্ছেদে প্রশাসনের অভিযান

অপরাদ রায়পুর

দিগন্তের আলো ডেস্ক:-

লক্ষ্মীপুরের রায়পুরে জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীতে মাছ চাষের উদ্দেশ্যে দেওয়া চারটি বাঁধ অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) নদীর রায়পুর পৌরসভার অংশে অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়। এতে বর্ষায় কৃত্রিম জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে আশা করছেন নদীর দুপাড়ের বাসিন্দারা।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

উপজেলা প্রশাসন জানায়, এক যুগেরও বেশি সময় ধরে প্রভাবশালীরা ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এতে মহিলা কলেজ, চালতাতলী, খাদ্যগুদাম ও পোস্ট অফিসসহ কয়েকটি এলাকায় স্বাভাবিকভাবে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা রোধে অভিযান চালিয়ে রায়পুর পৌরসভা অংশের বিভিন্ন এলাকায় নদীতে আড়াআড়িভাবে দেওয়া বাঁধ অপসারণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ডাকাতিয়া নদীর রায়পুর পৌরসভা অংশে থাকা চারটি আড়াআড়ি ও কয়েকটি ছোট বাঁধ অপসারণ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান চলছে।

প্রসঙ্গত, গতবছর আগস্টের শেষের দিকে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় বাড়িঘর ডুবে যায়। পরবর্তী সময়ে ফেনী-নোয়াখালী থেকে বন্যার পানি এসে প্রায় দেড় মাস পানিবন্দি ছিল প্রায় আট লাখ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *