দিগন্তের আলো ডেস্ক:-
লক্ষীপুর সদর উপজেলার মিরিগপুর থেকে মাদক ও অবৈধ সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহাস্পতিবার (২২ মে) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পার্বতী নগর ইউনিয়নে মধ্যম মকর্ডোস এলাকা থেকে সেনাবাহিনীর একটি টিম অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার উত্তর মকর্ডোস গ্রামের বাসিন্দা শাকিব (২৪), একই গ্রামের বাসিন্দা শাকিল, সুন্দরী বেগম (৪০) হাবিবা আক্তার (১৮)
অভিযানে তাদের কাছ থেকে ৪৫৮ পিস ইয়াবা, নগদ ২৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ নানা অপরাধে জড়িত ছিলেন। অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। একই সাথে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।