দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের রামগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত জীবন এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ বাবু।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সাদ আল আফনান নিহত হন। ওই ঘটনার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ মামলায় অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে মাদাম ব্রিজ এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালায়। ওই হামলায় শিক্ষার্থী সাদ আল আফনানসহ চারজন নিহত হন এবং দুই শতাধিক আহত হন। গুরুতর আহতদের মধ্যে অনেকেই এখনো চিকিৎসাধীন।
এ ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত করছে পুলিশ ও র্যাবের যৌথ দল।