শশুর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত ম র দে হ উদ্ধার

কমলনগর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুর কমলনগরে শ্বশুর বাড়ি থেকে, মো. মোসলেহ উদ্দিন(৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার চর মার্টিন ইউনিয়নের কামাল মাঝি বাড়ির গোয়ালঘরের পাশের একটি গাছে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোছলেহ উদ্দিন লক্ষ্মীপুর জেলার চাটখালী ইউনিয়নের খোনার বাড়ির মো.শফিকের ছেলে।

নিহত মোছলেহ উদ্দিনের স্ত্রী রুমা আক্তার বলেন, রমজান মাস থেকে তার স্বামী শ্বশুর বাড়িতে তার সাথে থাকেন। রাতে তারা দুজনে একসাথে ঘুমান। রাত আনুমানিক ১টার দিকে তার স্বামী তার কাছ থেকে উঠে বাহিরে যায়। এরপর মোছলেহ উদ্দিন ঘরে আসছে কিনা সে বলতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে দেখে তার স্বামী তাদের গোয়াল ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে।

হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *