দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের লাহারকান্দিতে চোরায়কৃত মালামাল সহ আবুল কাশেম নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে স্থানীয়রা।
শুক্রবার (০৯ মে) ভোরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পরিষদের সামনে থেকে নাভানা কনস্টাকশানের মালামাল সহ আটক করা হয় এ যুবলীগ নেতাকে।
আটক আবুল কাশেম ঐ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও কুতুবপুর গ্রামের ইয়াসিন সর্দার বাড়ির আলী আজ্জমের ছেলে। স্থানীয়রা জানান, ভবেরহাট সংলগ্ন রফিক কোম্পানির প্রজেক্ট থেকে নাভানা কনস্ট্রাকশনের সাটারিং মালামাল চুরি করে নিজের অটোরিকশা যোগে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে,তাকে ভোর রাতে গতিরোধ করে আটক করে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে।
নাভানা কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,আমাদের মালামাল সহ এক চোরকে আটক করে আমাদের খবর দিলে আমরা ইউনিয়ন পরিষদে এসেছি। লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত বলেন, নাভানা কনস্ট্রাকশনের মালামাল সহ এক যুবলীগ নেতাকে আটক করে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে, নাভানা কনস্ট্রাকশনের প্রতিনিধি এসেছে, আলোচনার মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।