দিগন্তের আলো ডেস্ক :-
রামগতি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চর রমিজ ইউনিয়ন এর চর আফজল এলাকাস্থ অবৈধভাবে ৫ ইটভাটা পরিচালনার অপরাধে দোষী সাব্যস্ত করে সর্বমোট ২০ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।
এ সময় ইটভাটাগুলোর চিমনি, ভাটা এবং বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করে ইটভাটাগুলো বন্ধ করা হয়েছে এবং পুনরায় অবৈধ ইটভাটা চালু না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। তাদের সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস, রামগতি উপজেলা টিম।