১০ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

অপরাদ রামগতি

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের রামগতিতে এবার ১০ বছর বয়সী আরেকটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. বাহার নামের (৭২) এক বৃদ্ধাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের রব রোডস্থ চর নেয়ামত গ্রামে স্থানীয় মজিবর রহমানের মুরগীর ফার্মে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. বাহার ( ৭২) ওই এলাকার বাহারের বাড়ির মৃত সেরাজুল হকের ছেলে।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী । স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বৃদ্ধা।
স্থানীয় রব রোড বাজারের ওষুধ বিক্রেতা ডা. কবির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে শিশুটি বিদ্যালয়ে যাওয়ার সময় রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে স্থানীয় মজিবরের মুরগির ফার্মে বৃদ্ধা বাহার শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্থানীয় খবিরের ছেলে স্বপন বিষয়টি দেখে তার সমবয়সী সিয়াম, মাহফুজসহ কয়েকজনকে ডেকে এনে দেখায়। পরে অভিযুক্ত বৃদ্ধা শিশুটিকে ছেড়ে দিয়ে সিয়াম সহ অন্যদের প্রত্যেককে ৫০ টাকা করে দিয়ে কাউকে না জানানোর জন্য বলে। বাড়িতে গিয়ে কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার ভয় দেখিয়ে স্থানীয় আমজাদ মিয়া জামে মসজিদের ভিতরে ঘুমিয়ে পড়েন অভিযুক্ত বাহার।

শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে শিশুটির মা কান্নার কারণ জিজ্ঞাসা করলে সবকিছু খুলে বলে সে। অন্যদিকে ঘটনাটি দেখতে পাওয়া শিশুরা গিয়ে স্থানীয় কয়েকজনের কাছে ঘটনাটি বলে দেয়। পরে দুপুর ১২টার দিকে শিশুটির পরিবার ও স্থানীয়রা বৃদ্ধাকে খুঁজে বের করে গণধোলাই দিয়ে পুলিশ খবর দেয়। এসময় বৃদ্ধার গলায় জুতার মালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে বৃদ্ধা বাহারকে থানায় নিয়ে আসেন।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, বৃদ্ধা বাহার এর আগেও একাধিকবার জোর করে শিশুটিকে যৌন নিপিড়ন করে বলে শিশুটি তাদের জানিয়েছেন। এছাড়া বছর খানেক আগে স্থানীয় মহিউদ্দিন কোম্পানির একটি পরিত্যাক্ত বাড়িতে স্থানীয় একটি শিশুকে ফুসলিয়ে নিপিড়ন করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন বলেও জানান তারা। পরে বয়সের বিবেচনায় সাধারণ ক্ষমা করে দেন স্থানীয়রা।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, ভূক্তভোগী শিশুটি স্কুলে যাওয়ার সময় বৃদ্ধা তাকে কোলে করে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টাকালে শিশুটির সহপাঠী কয়েকজন ছেলে তা দেখে পেলে। বিষয়টি শিশুটি তার পরিবারকে খুলে বলে। পরে স্থানীয়রা অভিযুক্ত বৃদ্ধাকে স্থানীয় একটি মসজিদ থেকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। এবিষয়ে শিশুটির পরিবার বাহারের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত চারদিনের মধ্যে উপজেলার পৃথক পৃথক স্থানে ৩ টি শিশু ধর্ষণে চেষ্টার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *