দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুর নাহার বেগম নামে (৬৫) এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার চর লরেন্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুর নাহার বেগম কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার সেলিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে নুর নাহার বেগম অটোরিকশায় করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। অটোরিকশাটি চর লরেন্স এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নুর নাহার বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ট্রাক চালককে ধরতে অভিযান চলছে।