লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের আমিরসহ আহত ৩

কমলনগর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাস্টার রুহুল আমিনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০৮ মার্চ) দুপুরে উপজেলার কমলনগর কলেজের সামনে প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে এবং ট্রাকের ধাক্কায় তারা আহত হন।

সরেজমিনে দেখা গেছে, ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায় এবং আহতদের চিকিৎসার জন্য কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আকরাম হোসাইন বলেন, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন রামগতিতে সাংগঠনিক প্রোগ্রামে যাওয়ার পথে প্রাইভেটকারের চাকা ব্লাস্ট হয়ে চলতি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। তখন প্রাইভেটকারে থাকা তিনজনই গুরুতরভাবে আহত হন।

জেলা আমিরের হাত-পা ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে জেলা জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম ও মাওলানা জাকির হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাইভেটকারের চাকা ব্লাস্ট হয়ে জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন এবং ট্রাক আটক করে হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *