খামারির দুই হাজার মুরগির বাচ্চা’ মারা গেছে আগুনে পুড়ে

রামগঞ্জ

 

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের রামগঞ্জে রাশেদ আলম নামে এক খামারির প্রায় দুই হাজার মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্বপাড়া দীঘিরপাড় এলাকায় বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী খামারি রাশেদের বাবা মুনছুর আহমেদ রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

তিনি জানান, আগুনে মুরগির বাচ্চাসহ অবকাঠামোর একাংশ পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড়টার দিকে খামার থেকে বাসায় যান রাশেদ। এর আধা ঘণ্টা পর তার স্বজনরা খামারে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে রাশেদকে খবর দেওয়া হয়। তিনি এলে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই খামারের প্রায় দুই হাজার মুরগি আগুনে পুড়ে মারা যায়।

প্রত্যক্ষদর্শী সুমন বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

রাশেদের বাবা মুনছুর আহমেদ জানান, মুরগির বাচ্চাগুলোকে বাঁচাতে গিয়ে আমার হাতের কিছু অংশ দগ্ধ হয়েছে। কিন্তু মুরগিগুলোকে বাঁচানো গেলো না।

রাশেদ আলম বলেন, ঋণ নিয়ে খামারটি করেছিলাম। দুর্বৃত্তরা আগুন দিয়ে মুরগির বাচ্চাগুলো পুড়িয়ে মেরে ফেলেছে। এতে আমার স্বপ্নও পুড়ে গেছে। আমি এর বিচার চাই।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খামারে আগুন দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *