লক্ষ্মীপুরে পৃথক হত্যা মামলায় আ.লীগ, ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

অপরাদ আইন আদালত লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা ওয়ারেছ মোল্লা, ছাত্রলীগ নেতা আব্বাস হোসেন ও সম্রাট আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেছ ও আব্বাসকে ৪ আগস্ট আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় রামগতি থেকে আটক করা হয়। আর সম্রাটকে রামগঞ্জ থানার একটি মারধর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওয়ারেছ মোল্লা রামগতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্বাস রামগতি পৌর ছাত্রলীগের সভাপতি। তাদের সোমবার সকালে রামগতি পৌর এলাকার বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিল না। অজ্ঞাত আসামিদের তালিকায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

অপর গ্রেপ্তার সম্রাট রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাকে সোমবার দুপুরে রামগঞ্জ পৌর শহরের কাজিরখীল এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সদর থানা এলাকায় ৪ আগস্ট আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলায় ওয়ারেছ ও আব্বাসকে গ্রেপ্তার করা হয়। তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ওয়ারেছ ও আব্বাসকে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, সম্প্রতি মারধর ও চাঁদা দাবির ঘটনায় মেহেরাজ মেহেদী নামে একজন চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সম্রাট সম্পৃক্ত রয়েছে। এতে পৌরসভার কাজিরখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবরকে আটক করে শিক্ষার্থী আফনান হত্যা মামলায় সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। নুরুল হুদা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। বাবর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *