দিগন্তের আলো ডেস্ক ঃ
লক্ষীপুর সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন খালাতো ভাইয়ের পেটে চুরি ঢুকিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব জামীরতলি গ্রামের চানপুর মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহত যুবকের স্বজনদের তথ্যের ভিত্তিতে জানা যায়, পূর্ব জামীর তলি এলাকার মসজিদ আলা বাড়ির বাবুলের ছেলে এনাম (১৮) ও একই এলাকার আজিজ ব্যাপারী বাড়ির আলী হোসেনের ছেলে পিংকু (২৮) চানপুর কোর্ট মার্কেটে এনামের বাবা বাবুলের চা দোকানে বসে লুডু খেলছিল, তারা সম্পর্কে আপন খালাতো ভাই। খেলার একপর্যায়ে বাজীর ২০ টাকা নিয়ে দুই জনের মধ্যে কথাকাটাকাটি হওয়ার মাঝে এনাম দৌড়ে গিয়ে চা দোকান থেকে চাকু নিয়ে পিঙ্কুর পেটে ঢুকিয়ে দেয়, এতে অতিরিক্ত রক্ত ক্ষরণে পিঙ্কু মাটিতে লুটিয়ে পড়ে।
তাকে আহত অবস্থায় প্রথমে লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত এনামের বাবা বাবুল বলেন শুক্রবার দুপুর ১২.৩০ মিনিটে আমার দোকানে তারা লুডু খেলছিল, পরে কতা কাটাকাটির একপর্যায়ে আমার চেলে চুরি দিয়ে তাকে আগাত করে।
লক্ষীপুর জেলার নবাগত পুলিশ সুপার, মোহাম্মদ তারেক বিন রশিদ” পিপিএম বলেন অন্যায়ের সাথে কোন আপোষ নয়, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম দিগন্তের আলোকে বলেন, এখন থানায় লিখিত কোন অভিযোগ পাই নাই, তবে তিনি আরও বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান।
লক্ষীপুর জেলার নবাগত পুলিশ সুপার, মোহাম্মদ তারেক বিন রশিদ” পিপিএম বলেন অন্যায়ের সাথে কোন আপোষ নয়, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
সাহাদাত হোসেন দিপু