দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের ৪টি পৃথক অভিযানে এক লাখ ৩৮ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
১১ মার্চ (মঙ্গলবার) সারাদিনব্যাপি লক্ষীপুর সদর উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
১১ মার্চ (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর পৌর এলাকায় অনিবন্ধিত পরিবেশক অক্ষয় স্টোরের মালিককে এক লক্ষ টাকা, জামাল বেকারিকে দশ হাজার টাকা, মান্দারী বাজারে ফার্সেসীতে নকল ওষুধের স্যাম্পল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৪জন ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলাধীন লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর (বাসটার্মিনাল) এলাকায় অক্ষয় ষ্টোর ও জামাল বেকারিতে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অক্ষয় ষ্টোরে অনিবন্ধিত অবস্থায় নিম্নমানের ভেজাল শিশু খাদ্য,নকল চাষি ভাই চাউল,বর্ণফুল লাচ্ছি সেমাইসহ বিপুল পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য মজুদ,সরবরাহ ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক আকাশ চন্দ্র সাহাকে নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ টাকা জরিমানা এবং জামাল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে অবহেলা ও অসর্তকতার সহিত বেকারি পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে বেকারির মালিক তোহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা.সুমধু চক্রবর্ত্তী ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম এবং লক্ষ্মীপুর সেনা ক্যম্পের একজন কর্মকর্তার নেতৃত্ব একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা জানান, অক্ষয় ষ্টোরে অনিবন্ধিত অবস্থায় নিন্মমানের ভেজাল শিশু খাদ্য, নকল চাষি ভাই চাল, বর্ণফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্যদ্রব্য মজুদ, সরবরাহ ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক আকাশ চন্দ্র সাহাকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্টোরে রক্ষিত সকল ভেজাল পণ্য জব্দ তালিকামূলে জব্দ করা হয় এবং মালিককে নিন্মমানের ভেজাল পণ্য মজুদ,সরবরাহ ও বিক্রি থেকে বিরতর থাকার নির্দেশ দেয়া হয়েছে।
একই দিন দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে নকল ঔষধ, স্যাম্পল ঔষধ বিক্রয় ও মজুদ করায় ৩ ফার্মেসী মালিকের ২৬ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা মঙ্গলবার দুপুরে মান্দারী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় নকল ঔষধ, স্যাম্পল ঔষধ বিক্রয় ও মজুত করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইনে নূর মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী মাকসুদুর রহমানকে ২০ হাজার, বিসমিল্লাহ ফার্মেসির স্বত্ত্বাধিকারী নাহিদ হোসাইনকে ৩ হাজার, ফেরি করে ঔষধ বিক্রয় করার অপরাধে করইতলা গ্রামের সামছুল ইসলামকে ৩ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় মো: সুমনকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় মান্দারী বাজারের সকল ব্যবসায়ীগণকে নিয়মিত মূল্য তালিকা প্রদর্শন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এই ধরনের নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জামশেদ আলম রানা জানান ।
লক্ষীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
রাজীব কুমার সরকার হুশিয়ার উচ্চারণ করে বলেন পর্যায়ক্রমে পুরো জেলাজুড়ে প্রত্যেকটি বাজারে অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এই অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।