দিগন্তের আলো ডেস্ক :-
প্রায় ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর দিঘি থেকে এ মাছ লুটের ঘটনা ঘটে। ফতেহপুর দিঘীরপাড় মৎস্যজীবী সমবায় সমিতি তিন বছরের জন্য দিঘিটি ইজারা নিয়েছে।
শাহজাদা বাবুল লোকজন নিয়ে মাছ লুট করেন বলে অভিযোগ করেন সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৪ সালে ৪১ হাজার টাকা মূল্যে তিন বছরের জন্য দিঘিটির ইজারা পায় ফতেহপুর দিঘিরপাড় মৎস্যজীবী সমবায় সমিতি। দিঘিটির আয়তন প্রায় আড়াই একর। ইজারা পাওয়ার পর থেকে সমিতি কর্তৃপক্ষ দিঘিতে মাছ চাষ করে আসছে।
ইজারা নেওয়া সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, আমাদের সমিতির নামে দিঘিটির তিন বছরের ইজারা নেওয়া হয়। এক বছর সময় পার হলেও মাছ ধরা হয়নি। কিন্তু বিএনপি নেতার ভাই বাবুল দুর্বৃত্তদের নিয়ে দিঘি থেকে ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছেন। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়েছে।
এ বিষয়ে শাহজাদা বাবুল বলেন, দিঘিটি পরিষ্কার করে ১৬ হাজার টাকার মাছ ধরা হয়। ওই টাকা দিঘি পরিষ্কার ও জেলেদের জন্য খরচ হয়। মাছ ধরার সময় বিএনপি-জামায়াতের অনেকেই উপস্থিত ছিলেন। দিঘিটি ইজারা হয়নি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, গাজিপুর দিঘিটি সরকারি। ফতেহপুর দিঘীরপাড় মৎস্যজীবী সমবায় সমিতি দিঘিটির ইজারাকৃত প্রতিষ্ঠান। মাছ লুটের বিষয়টি কেউ আমাদের জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।