লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপরে সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার-২

অপরাদ

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে তরুণ সাংবাদিক তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিরন ও শাহীন নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

এর আগে শুক্রবার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে ওই হামলার শিকার হন তারেক মাহমুদ। তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার, স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে কর্মরত। হামলায় আহত তারেক মাহমুদ বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সহকর্মীদের কাছে তারেক মাহমুদ জানান, তিনি লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ অপরিচিত এক ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর মধ্যেই দুটি রিকশাযোগে আরও কয়েকজন এসে জড়ো হয়ে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় তার ওপর হামলা চালায়। তিনি ধারণা করছেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। একপর্যায়ে আশপাশের এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, স্থানীয় বিএনপিকর্মী কিরন ও ওয়াহিদ সরাসরি এই হামলার নেতৃত্ব দেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত সাংবাদিক তারেক মাহমুদ।

হামলার ঘটনায় জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা একে সংগঠিত হামলা উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। হামলার খবর পেয়ে আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে ছুটে যান তার সহকর্মীরাও।

এদিকে হামলার ঘটনা জানতে পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *