লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ ব্যবসায়ীকে জরিমানা

অপরাদ সদর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৃথক মামলায় ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে।

গতকাল শনিবার ডিসি লক্ষ্মীপুরের ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সদর উপজেলার চক বাজার, ভবানীগঞ্জ ও কমলমগর উপজেলার চর লরেন্স বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। সয়াবিন তেল বিক্রয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যর্থ হওয়া, ওজনে কারচুপি এবং কৃষি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ১৩টি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এরমধ্যে ভবানীগঞ্জ বাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, দোকানে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক। মূল্য তালিকা প্রদর্শন না করায় ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. হানিফকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *