লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা অভিযোগ, গ্রেপ্তার-৩

অপরাদ

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ নামে একজন পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ৩ ভাইয়ের বিরুদ্ধে।
নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়।
শুক্রবার(২ রা জানুয়ারি) সকালে এ হামলার ঘটনা ঘটে,পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ঐ দিন দুপুরে দ্বিতীয় দফায় তার ওপর হামলা করা হয় । পরে চিকিৎসা দিন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।
অভিযুক্ত তাহের, তাজল ও নজির ৩ জন মৃত তোফায়েল আহমেদের আপন ভাই।
খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে ৩ জনকে আটক করেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্ত ভাইদের সঙ্গে তোফায়েল বিরোধ চলছিল। গত ২ জানুয়ারি শুক্রবার সকালে নিহত তোফায়েল আহম্মদের সাথে তার ৩ ভাই তাহের, তাজল ও নজিরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনোরায় তার ওপর হামলা করে অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে দ্বিতীয় দফায় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাদিন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *