লক্ষ্মীপুরে দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ, গু’লি’বি’দ্ধ’সহ আ’হ’ত ১৩

রামগতি

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির একাংশের বিরুদ্ধে। এতে দলটির দুই কর্মী গুলিবিদ্ধসহ মোট ১৩ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে জেএসডির নেতাকর্মীরা বিএনপির একাংশের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পাঁচ জন নেতাকর্মী আহত হয়েছেন। রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন এ অভিযোগ করেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ কয়েকটি স্থানে পৃথক হামলার ঘটনা ঘটে।

জেএসডির নেতারা জানান, বিকেল ৩টার দিকে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। কিন্তু পথে পথে বাধা ও হামলার কারণে নেতাকর্মীরা সভায় আসতে সন্ধ্যা হয়ে যায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহসভাপতি তানিয়া রব। পথে পথে হামলায় দুই জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন।

রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু জানান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এতে মো. মান্নান ও আবদুল মান্নান গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ দুই জনকে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন: লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল, ইবনে হাসান, বিদন ও তারেক। তাদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন, ‘জেলা নেতৃবৃন্দের নির্দেশে আমরা নীরব ছিলাম। কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান ও তানিয়া রবের সহযোগী শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে রামদয়াল বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা দোকানঘর ভাঙচুর করেছে। আমাদের কোনো নেতাকর্মী জেএসডির লোকজনের ওপর হামলা করেনি।’

রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, জোটের হয়ে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হতে চাচ্ছেন জেএসডির সহসভাপতি তানিয়া রব। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দাঁড়াতে চান আশরাফ উদ্দিন নিজান।

তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করা হয়নি। এ নিয়ে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে কয়েক দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *