লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ

চন্দ্রগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে যাবতজীবন সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার আসামী আনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শনিবার সকাল ১১টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর গ্রামের কোয়ারিয়া সেতুর মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ২২পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতারকৃত সাদ্দাম পশ্চিম লতিফপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী ছিল। তার বিরুদ্ধে আ’লীগ সরকার আমলে ২০১৪ সালে শিমুল হত্যা মামলার যাবতজীবন সাজা ও একটি অস্ত্র আইনে মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল।

সাদ্দামের পরিবারের দাবী, বিগত সরকারের আমলে যখন শিমুল হত্যা হয়, তখন আনোয়ার হোসেন সাদ্দাম বিদেশে ছিল। তাকে ঐ সময় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় নাম দিয়ে দেয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘অনেক দিন থেকে আনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেফতার করার অভিযান অব্যাহত ছিল। আজকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তাকে চন্দ্রগঞ্জ এবং বেগমগঞ্জ থানার সীমান্তবর্তী কোয়ারিয়া সেতুর মাথা নামক জায়গা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *