লক্ষীপুরে লুট হওয়া অস্ত্র’ নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৩ ডাকাত আটক

অপরাদ চন্দ্রগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় পুলিশ প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় লুণ্ঠিত নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ৮ জানুয়ারি রাত ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে ১২ নং চরশাহী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিতারকান্দি এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল আরব আলী মোল্লা বাড়িতে হামলা চালায়। তারা দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পুলিশ সুপার মোঃ আবু তারেকের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হকের নেতৃত্বে চন্দ্রগঞ্জ থানার পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজন আসামি- বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) ও আবুল বাশার ওরফে বাশার ডাকাত (৫০) গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আবুল বাশারের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা এবং রনজিত কুরির কারখানা থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এলজি বন্দুক ও নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম জানিয়েছেন, ডাকাতি প্রতিরোধ ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *