রাস্তা থেকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের’ শিকার নারী গ্রেপ্তার ১

অপরাদ সদর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

রবিবার সকালে ভুক্তভোগী নারী সদর থানায় মামলা করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটির সত্যতা মিলেছে।

শনিবার রাতে চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন প্রকাশ লিটন নামের একজনকে আটক করে পুলিশ। পরে দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, শুক্রবার বিকালে ওই নারী শহরে কাঁচাবাজার করতে আসেন। এ সময় ইউসুফ হোসেনসহ তিনজন কৌশলে তাকে সিএনজিতে তুলে নেন। এরপর চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনের বাড়িতে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করেন। একপর্যায়ে তাকে বেদম মারধর করে পালিয়ে যান তারা। পরে শনিবার সকালে ওই ঘর থেকে বের হয়ে চন্দ্রগঞ্জ থানায় পুলিশকে বিষয়টি অবহিত করেন ওই নারী।

রবিবার ভোররাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।

জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনসহ অপর আসামিরা হলেন- ইউসুফ হোসেন, পারভেজ হোসেন ও রাজন হোসেন রাজা।

ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, “দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় আটক জাহাঙ্গীর হোসেন লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *