রামগতিতে সাত একর জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

অপরাদ রামগতি

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের রামগতিতে কৃষক ওয়াসিম চৌধুরীর ১ একর জমির ক্ষেতে স্তূপ করে রাখা ধানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৬০ মণ ধান পুড়ে গেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে রামগতি পৌরসভার আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই জমিটি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আবদুর রব চৌধুরীর। এখন জমির মালিক তার লন্ডন প্রবাসী মেয়ে সালমা চৌধুরী। জমিটি বর্গাদার হিসেবে ওয়াসিম চাষ করেন।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে তারা ওয়াসিমের ধান খেতে আগুন জ্বলতে দেখে। একপর্যায়ে তারা আগুন নেভাতে এগিয়ে আসেন। এর আগেই ধানগুলো পুড়ে যায়।

ওয়াসিম চৌধুরী জানান, এক একর জমির আমন ধান কেটে তিনি ক্ষেতে স্তূপ করে রাখেন। রাতে কে বা কারা খড়সহ ধানে আগুন লাগিয়ে দেয়। এতে ৬০ মণ ধান পুড়ে গেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *