মাদ্রাসার কক্ষ থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুর পৌরসায় হাফেজ নূর আলম (২৬) নামে এক মাদ্রাসার শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের দেওয়ান বাড়ী সড়কে হাবরুল উমরা মাদ্রাসার পুরোনো ভবনে নিচ তলায় ফ্যানে রশি বাধা ঝুলন্ত মরদেহটি দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ আসার পর লাশটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাফেজ নূর আলম ঠাকুরগাঁও জেলার, ২নং আমগা ইউনিয়নের, হরিপুর থানার, নন্দগাও জাদুরানী গ্রামের, ৪নং ওয়ার্ডের মৃত নায়েব আলীর ছেলে।

হাফেজ নূর আলমের স্ত্রী হাফেজা সুরাইয়া বলেন, দুপুরে মেয়েসহ একসাথে বাসায় ছিলাম। আমি মোবাইলে কথা বলার পর তিনি আমাকে বলে বাসার বাহিরে যায়। আমি উনাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলি পরে তিনি গামছা নিয়ে বের হয়ে যায়। আমি তখন মেয়েকে ঘুম রেখে মোবাইল দেখছিলাম পরবর্তীতে যখন চেয়ার পড়ার আওয়াজ শুনি তখন রুমের দরজায় দেখি গামছা লাগানো এরপর আমি গামছা খুলে দেখি উনি ফ্যানে দরি বেঁধে ঝুলে আছেন। আমি সাথে সাথে আমার মাকে ও মাদ্রাসার ওস্তাদজীদের কল দেই।

হাফেজ জোবায়ের আহমেদ বলেন, ফোনে নূর আলমের স্ত্রীর কান্না পর বাসায় এসে দেখি ঝুলন্ত অবস্থায় পরে আছে। এমন হবে বিশ্বাস করতে পারছি না। পরে ৯৯৯ নাইনে ফোন করে পুলিশকে জানাই পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর মডেল থানার এস আই ঝলক মহন্ত বলেন, হাবরুল ওমরা মাদ্রাসার শিক্ষক নুর আলমকে ফ্যানে ঝুলন্ত অবস্থা রুমে দেখতে পাই। এই বিষয়টি তদন্ত করছি আমরা। তদন্ত করে মৃত্যুর সঠিক কারন সম্পর্কে জানতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *