দিগন্তের আলো ডেস্ক :-
বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডার অধিক দামে বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৫ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষীপুর ।
রবিবার (৪ জানুয়ারী) লক্ষীপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সদর উপজেলার দালাল বাজারের আল মদিন লাইট হাউজকে অধিক দামে গ্যাস বিক্রির অপরাধে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় আজাদ সুইটমিটকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। বার্থডে কেক এর গায়ে ময়লা ও পোকা পাওয়ায় এবং বেকারি পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় আরব লাইভ বেকারি কে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির লক্ষীপুর শাখার সহকারী পরিচালক জনাব নুর হোসেন” অভিযানকালে জেলা আনসার ব্যাটালিয়ন লক্ষ্মীপুর এর একটি টিম উপস্থিত ছিল।