দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪টি ডায়াগনস্টিক সেন্টারে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরাফাত হোছাইন এ অভিযান পরিচালনা করেন।
জরিমানাকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো: হাজিরহাট মর্ডাণ মেডিটেক সেন্টার ৫০ হাজার, বিসমিল্লাহ মেডিকেল সেন্টার ২০ হাজার, স্কয়ার ডিজিটাল ল্যাব ২০ হাজার এবং নিউ মেঘনা ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্য সাচী নাথ ও স্যানেটারি ইন্সপেক্টর মো. রিয়াজ হোসাইন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা সব্য সাচী নাথ বলেন, লাইসেন্সসহ ল্যাব পরিচালনার সক্ষমতা, জনবল, যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রাথমিক ভাবে ৪টি ল্যাবে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
ওই প্রতিষ্ঠানগুলোকে ল্যাব পরিচালনার নিয়ম মেনে চলার জন্য সময় দেয়া হয়েছে।
অন্যদিকে হাজিরহাটে ল্যাবে অভিযানের খবরে ফজুমিয়ারহাট এলাকায় সবগুলো ল্যাব বন্ধ হয়ে যায়। অনেক রোগী ল্যাবে গিয়ে ল্যাব খোলা না পেয়ে ফিরে আসে। অভিযোগ রয়েছে কমলনগরে প্রতিদিনই দুএকটি করে ল্যাব জন্ম নিচ্ছে। পরিচালনার সক্ষমতা না থাকলেও চরাঞ্চলের মানুষের পকেট কাটছে এসব ল্যাব।