বড় মেয়ের সঙ্গে ঝগড়া, বিষপানে মা ও মেয়ের মৃত্যু

রায়পুর

দিগন্তের আলো ডেস্ক :-

দুই বছরের মেয়েকে বিষ খাইয়ে মা নিজেও বিষপান করেন। এতে দুজনই নিহত হন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী। মিতু তাদের মেয়ে।

স্থানীয়রা জানান, চরলক্ষ্মী গ্রামের মাহফুজ আলমের সঙ্গে তিন বছর আগে নিহত তাসলিমার বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। কিন্তু স্বামীর সঙ্গে তার মনোমালিন্য ছিল। এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি জানান, বড় মেয়ে সাবিনা গত এক মাস ধরে বাবার বাড়ি অবস্থান করছেন। সবশেষ মেয়েকে পরকীয়ার বিষয়ে সতর্ক করেন মা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর মঙ্গলবার সকালে ঝগড়া হয় তাদের। এতে ক্ষুব্ধ হয়ে বসতঘরের পাশে ধান ক্ষেতে গিয়ে প্রথমে শিশু মেয়ে মিতুকে বিষ খাইয়ে দেন তাসলিমা। পরে তিনিও বিষপান করেন।

একপর্যায়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া স্থানীয়দের বরাতে বলেন, বড় মেয়েকে পরকীয়া বন্ধ করতে বলায় ঝগড়া থেকে ক্ষুব্ধ হয়ে তাসলিমা এ ঘটনাটি ঘটিয়েছেন। মা-মেয়ের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *