দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরে বিয়ের ৬ মাসের মাথায় দম্পত্য কলহের জেরে সাথী আক্তার (১৮) নামে এক নববধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২৮ শে এপ্রিল) সকাল ৯ টায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৌলভীর বাড়িতে স্বামী অন্তরের বসত ঘরে আত্মহত্যা করে নববধূ সাথী আক্তার।
নিহত নববধু সাথীর বাবার বাড়ি কুশাখালী ইউনিয়নের শান্তির হাট এলাকার নাসির উদ্দিনের মেয়ে। বেলা ১১ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্র হতে জানা যায়, বিগত ৬ মাস আগে অন্তর সাথী প্রেম করে বিয়ে করে, বিয়ের পরে সাথীর পরিবারে লোকজন কেউ মেনে নেয় নি, একপর্যায়ে এর আগে অন্তর বিষপানে আত্মহত্যা চেষ্টা করে, পরে অন্তরের পরিবার মেনে নিলেও সাথীর পরিবার বিয়ের বিষয়টি মেনে নেয় নি,বিয়ের পর থেকে প্রায়ই সময় পারিবারিক দ্বন্দ্ব ও দম্পত্য কলহ লেগেই থাকতো। ঘটনার দিন সকালে স্বামী অন্তর কাজের সুবাধে বাড়ির বাহিরে যায়, শ্বাশুড়ি পাশের বাড়িতে গেলে, ঘর একা পেয়ে সাথীর বসত ঘরে তার কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শোর চিৎকার করলে আশে পাশে লোকজন চুটে এসে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এস আই) ইয়াকুব বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ঐ নববধু,
নববধুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।