দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের কমলনগরে একটি রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে মাটি ও নিম্নমানের ইটের খোয়াসহ নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। এ সময় নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এতে রাস্তায় ব্যবহৃত ইটের খোয়া, বালি ও মিশ্রণের নমুনা সংগ্রহ করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের একটি রাস্তায় সরজমিনে তদন্তে যায় দুদকের চাঁদপুর সমন্বিত কার্যালয়ের একটি টিম।
দুদকের সহকারী পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কমলনগর উপজেলা উপসহকারী কামরুল আহসান উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:-
(লক্ষীপুর সদর উপজেলায় দলের প্রভাব খাটিয়ে বেপরোয়া একটি চক্র’ জিম্মি সাধারণ মানুষ, তাদের বিভিন্ন অপকর্মসহ তুলে ধরা হবে নিউজে)
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি) কমলনগর উপজেলার অধীনে চরসু এলাকায় প্রায় ১ কোটি টাকা বরাদ্দে একটি রাস্তা নির্মাণকাজ চলমান রয়েছে।
দুদক সূত্র জানায়, নির্মাণাধীন রাস্তাটিতে বালুর পরিবর্তে মাটি, নিম্নমানের ইটের খোয়া ও নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগের ভিত্তিতে দুদক টিম সরেজমিনে অভিযানে যায়।
এ সময় কাজের সকল রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। পরে অভিযানিক দল সরেজমিনে রাস্তা পরিদর্শন করেন। এসময় রাস্তার কয়েকটি স্থানে খুঁড়ে ইটের খোয়া, বালু এবং মিশ্রণের নমুনা সংগ্রহ করা হয়।
দুদকের সহকারী পরিচালক আজগর হোসেন জানান, রাস্তা নির্মাণে ব্যবহৃত ইটের খোয়া নিম্নমানের বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
সংগৃহীত নমুনা কারিগরি প্রতিবেদনের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পেলে রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।