তারেক জিয়ার নেতৃত্বে জনগনকে পাশে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি : ইয়াছিন আলী

রামগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক :-

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেছেন, ৩১ দফা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে জনগণের পাশে থাকতে হবে। জনগণ যদি আমাদের ভোট দেয়, ইনশাআল্লাহ আমরা সংসদে যাবো। অতএব সামনে কঠিন নির্বাচন, সেই নির্বাচন সহজ নয়, আমরা চাই সব দলের সমন্বয়।

বুধবার (২০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। র‍্যালিটি রামগঞ্জ শহরের নুর প্লাজার সামনে থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ আয়োজন করা হয়।

ইয়াছিন আলী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে আমরা সংসদে যাবো। আমরা ধানের শীষে ভোট চাইতে আসিনি, আমরা প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে এসেছি। আগামী দিনে মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।

এ সময় বক্তব্য দেন— রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল, সদস্য সচিব এমরান হোসেন এমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানী, যুগ্ম আহ্বায়ক এনায়েত উল্লা স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব স্বপন চৌকিয়া ও যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *