দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও বাজারের পশ্চিম পাশে আবুল খায়ের মুন্সী বাড়ির সামনে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মেইন সড়কের পাশে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন দুই শ্রমিক। কাজ করার সময় অসাবধানতাবশত হাইভোল্টেজ তারে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের মতে, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন শ্রমিকরা, যা এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।