আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

কমলনগর

দিগন্তের আলো ডেস্ক :-

কমলনগরে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শাহনাজ বেগম কণা (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চর ফলকন ৩ নম্বর ওয়ার্ড এলাকার খালেক হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ির ফারুক হাওলাদারের স্ত্রী।

গৃহবধূকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর লক্ষ্মীপুর স্টার কেএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দেবর মো. বেলায়েত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে গৃহবধূ স্বামী ও চার সন্তান রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা যুবদলের সদস্য ও গৃহবধূর দেবর বেলায়েত হোসেন জানান, রোববার দুপুর আনুমানিক আড়াইদিকে ওই এলাকায় হঠাৎ বৃষ্টি ও জড়ো বাতাশ শুরু হয়। বৃষ্টির সাথে প্রচন্ড বাতাশে বাড়ির একটি গাছ থেকে অনেকগুলো আম ঝড়ে পড়ে। এসময় ঝড়ে পড়া আম কুড়াতে গিয়ে তার ভাবি বজ্রপাতের শিকার হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে লক্মীপুর নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসক তার ভাবিকে মৃত্যু ঘোষণা করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আকস্মিক বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *