লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশীতে আধিপত্য কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দলের আহত কর্মী জসিম উদ্দিন বেপারীর (৩৩) মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে ঢাকার প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে।
জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জি এম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। গত ৭ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে বেড়িবাঁধ ও বাবুরহাট এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিএনপির কর্মী সাইজ উদ্দিন দেওয়ানের মৃত্যু হয়।