দিগন্তের আলো ডেস্ক:-
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও এ্যামোনিশনসহ শীর্ষ সন্ত্রাসী মোঃ সুমন ওরফে বেলজিয়াম সুমনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তারকৃত সুমনের বয়স ৪২ বছর। তিনি চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং সিরাজের ছেলে।
জানা যায়, ০২ জানুয়ারি ২০২৬ ইং দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট সংলগ্ন ২ নম্বর ওয়ার্ড এলাকায় সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে একটি যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেপ্তা র করা হয়।
এ সময় তার কাছে থাকা বিভিন্ন সামগ্রী তল্লাশি করে উদ্ধার করা হয়—
১টি রা ইফে লের এ্যামোনিশন
১টি পি স্তলের এ্যামোনিশন
১টি বা ইনোকুলার
২টি বাটন মোবাইল ফোন
৩টি দেশীয় অ স্ত্র
১টি রাউটার
১টি চাকু
১টি হা তুড়ি
পরবর্তীতে গ্রেপ্তারকৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।