অসহায় দুস্থ ও পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ

লক্ষ্মীপুর সদর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৭মার্চ) বিকেলে শহরের উত্তর তেমুহনি থেকে সামাদ মোড় পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৫’শ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু ও সদস্য সচিব বায়োজিদ হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ মাহুমুদ চৌধুরী জিদান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিমু মাহমুদ, শাহীন আলম, আবিদ হাসান, পারভেজ, সাকিব প্রমুখ।

দেলোয়ার হোসেন বাবু ভুঁইয়া বলেন, এ্যানি ভাইয়ের পক্ষ থেকে আজকে আমরা সফলভাবে ইফতার বিতরণ কর্মসূচী পালন করেছি। ইনশা-আল্লাহ আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মানুষের পাশে থাকতে পারলে নিজের কাছেই ভালো লাগে। যতদিন সম্ভব মানুষের জন্য কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *